ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

রিয়াল মাদ্রিদ তিন, বার্সেলোনা পাঁচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
রিয়াল মাদ্রিদ তিন, বার্সেলোনা পাঁচ

মাদ্রিদ: ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে স্প্যানিশ লিগের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে হারিকিউলেসকে।

আর লিওনেল মেসি ও ডেভিড ভিয়ার জোড়ায় বার্সেলোনা ৫-০ তে উড়িয়ে দিয়েছে সেভিয়াকে।

কোচ হোসে মরিনহোর অধীনে এ পর্যন্ত লা লিগার কোন ম্যাচেই পিছিয়ে পড়েনি রিয়াল মাদ্রিদ। হারকিউলেসের মাঠে খেলতে নেমে সেই ঘটনাই ঘটে। তিন মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড ডেভিড ত্রেজেগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদো, হিগুয়েন আর ডি মারিয়ারা।

দারুণ ছন্দে থাকা সফরকারীরা খেলায় সমতা ফেরায় বিরতির সাত মিনিট পরই। রোনালদোর ডিপিং শটে নিশানাভেদ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ডি মারিয়া। গত ম্যাচে চার গোল করা পর্তুগিজ উইঙ্গার রোনালদো এদিনও ছিলেন আগুনে ফর্মে। গোলের যোগান দেওয়ার পাশাপাশি নিজেও করেছেন দুটি গোল।

৮২ মিনিটে করিম বেঞ্জামোর বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান তিনি। চার মিনিট পর স্বাগতিকদের হারের কফিনে শেষ পেরেক ঠোকেন রোনালদো। এই গোলেরও উৎস ছিলেন বেঞ্জামো।

এ জয়ে নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। তাই বলে থেমে নেই পেপ গার্দিওলার বার্সেলোনা। সমান খেলায় ২২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা নি:শ্বাস ফেলছে রিয়ালের ঘাড়ের ওপর।

ঘরের মাঠে এদিন বড় ব্যবধানে জিতেছে বার্সা। চার মিনিটে মেসি এগিয়ে নেন স্বাগতিকদের। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ভিয়া। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান (৩-০) দানি আলভেস। এই দুটি গোলের যোগানদাতা ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী মেসি। সফরকারী সেভিয়াকে গোল বন্যায় ভাসানোর পরও গোলের ক্ষুধা মেটেনি মেসিদের। ৯০ মিনিটে শেষবারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠান ভিয়া। ফলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘন্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।