ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

এবার অলিম্পিক স্বপ্ন দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১০
এবার অলিম্পিক স্বপ্ন দ. আফ্রিকার

ঢাকা: বিশ্বকাপ ফুটবল আয়োজন করে আত্মবিশ্বাস বেড়ে গেছে দক্ষিণ আফ্রিকার। এবার তারা স্বপ্ন দেখছে অলিম্পিক গেমস আয়োজনের।

দেশটির রাষ্ট্রপতি জ্যাকব জুমা দাবি করেছেন অলিম্পিক গেমস আয়োজনের জন্য প্রস্তুত তারা।

ফিফার কাছে এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জুমা বলেন,‘‘এটা বিশ্বের কাছে পরিষ্কার যে আমরা যেকোনো ধরণের বড় প্রতিযোগিতা আয়োজনে সক্ষম । আমাদের সেই সম্পদ ও অবকাঠামো রয়েছে। ’’

তিনি আরো বলেন,‘‘আমি এটা বুঝতে পারছিনা কেনো নিকট ভবিষ্যতে আমরা অলিম্পিক আয়োজন করতে পারবো না? আফ্রিকার জন্য এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। আমাদের জাতি গঠনের জন্য এটার প্রয়োজন রয়েছে। বিশ্বকাপ উপলক্ষ্যে রংধনু জাতি (দ. আফ্রিকা) এমনভাবে একতাবদ্ধ হয়েছে যেটি আগে কখনো দেখা যায়নি। ’’

বিশ্বকাপকে ঘিরে দেশটির দীর্ঘদিনের সাদা-কালো জাতিগত সংঘাতও অনেকটাই উপশম হয়েছে দাবি করে রাষ্ট্রপতি জুমা বলেন,‘‘এই প্রথমবারের মতো দেশের প্রতিটা মানুষ জাতীয় পতাকা উড়িয়েছে। সাদা-কালো সবাই বিশ্বকাপে মেতে উঠেছিল। ’’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, জুলাই ০২, ২০১০

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।