ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সরে দাঁড়ালেন দ. কোরিয়ার কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১০
সরে দাঁড়ালেন দ. কোরিয়ার কোচ

সিউল: বিশ্বকাপ শেষ না হলেও টুর্নামেন্ট থেকে দলের বিদায়ে একের পর এক পদত্যাগ করছেন কোচরা। মেক্সিকান কোচের পর এবার সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার হু জুং মু।



৫৫ বছর বয়সী মু শুক্রবার সাংবাদিকদের বলেন,“আমি সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় দফায় আর দায়িত্ব নেবো না। ”

ইন্টারনেটে তাকে নিয়ে সমালোচনা করায় হু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তার স্ত্রী চো মি না। তিনি বলেন,“হুকে আমি বলেছি পদত্যাগ করা উচিৎ। কারণ কোচ এবং আমরা (পরিবারের সদস্যরা) এরূপ ঘটনায় বিব্রত। ”

হু’র অধীনে দক্ষিণ কোরিয়া দল সর্বশেষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে।

এ ব্যাপারে কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি চো চুং ইন জানান, তারা হুকে কোচ হিসেবেই রেখে দিতে চেয়েছেন। কারণ তার নেতৃত্বেই দল প্রথমবারের মতো বিদেশের মাটিতে শীর্ষ ১৬’তে ওঠে। যদিও উরুগুয়ের কাছে হেরে যায় এশিয়ার টাইগাররা।

বাংলাদেশ সময়: ২০০ ঘন্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।