ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

রুনির চোট গুরুতর: ফার্গুসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
রুনির চোট গুরুতর: ফার্গুসন

ম্যানচেস্টার: গোড়ালিতে চোট পাওয়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। প্রথমে এমন ধারনাই করেছিলেন কোচ স্যার আলেক্স ফার্গুসন।

তার চেয়েও ভয়াবহ খবর হচ্ছে রুনির চোট গুরুতর।

রোববারে এক সংবাদ সম্মলেনে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন বলেন,“রুনির গোড়ালির চোট খুবই গুরুতর। পুরোপুরি অসুস্থ সময় লাগবে। তাই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে রুনিকে। ”

চ্যাম্পিয়ন্স লিগে বার্সাস্পোরের সঙ্গে খেলতে নেমে গোড়াতি চোট পান ২৫ বছর বয়সী রুনি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘন্টা, অক্টোবর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।