ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

খেলা

কোচ ও নির্বাচকদের চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
কোচ ও নির্বাচকদের চুক্তির মেয়াদ বাড়ালো বিসিবি

ঢাকা: কোচ, আম্পায়ার ও জাতীয় নির্বাচকদের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের ২২তম সভায় তাদের চুক্তির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সভায় বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের বিভাগ ও শহরগুলোতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন ও তা গৃহীত হয়।

বিসিবি অধ্যাদেশের প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে (সংশোধনী ২০০৮) আলোচনা হয়নি। সেটি পরবর্তী আলোচনার সিদ্ধান্ত হিসেবে নিয়ে সভা মূলতবী করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।