ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কার্লিং কাপের শীর্ষ আটে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
কার্লিং কাপের শীর্ষ আটে আর্সেনাল

লন্ডন: ইংল্যান্ডের কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। বুধবার থিও ওয়ালকটের জোড়া গোলে গানার্সরা ৪-০ তে উড়িয়ে দিয়েছে নিউক্যাসলকে।

নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি আর্সেনাল। তবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা গোল না পেলেও তাদের হয়ে কাজটি করেছেন স্বাগতিক গোলরক্ষক টিম ক্রল। ৪৫ মিনিটে টিমের হাত ফসকে বল জড়িয়ে যায় জালে। প্রতিপক্ষের ভুলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেস ফ্যাব্রিগাসরা।

বিরতির পর গোলের উৎসবে মাতে পাঁচ বছর ধরে শিরোপা না জেতা আর্সেনাল। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে কোন ম্যাচ না  হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। এরপর আর ফাইনাল জেতা হয়নি তাদের। যদিও ২০০৫-০৬ সালে চ্যাম্পিয়ন্সলিগের ফাইনালিস্ট ছিলো আর্সেনাল। তাই শিরোপার খরা কাটাতে কতোটা মরিয়া দলটি নিউজক্যাসলকে বড় ব্যবধানে হারিয়ে সেই বার্তা দিলো।

চোট থেকে ফিরে এদিন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ উইঙ্গার ওয়ালকট। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান ড্যানিশ স্ট্রাইকার বেন্টনার। আত্মঘাতী গোল হওয়ার পর চুপসে গিয়েছিলো স্বাগতিকরা। পরে আর খেলায় ফিরতে পারেনি দলটি। এ অবস্থায় তাদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন ওয়ালকট, ৮৮ মিনিটে।

এদিকে চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলা ২-১ গোলে বার্নলেকে এবং ওয়েস্ট হাম ৩-১ ব্যবধানে হারিয়েছে স্টোক সিটিকে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।