ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

অনুশীলন ক্যাম্পে ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

ঢাকা: এশিয়ান গেমসের প্রস্ততি দেখতে বুধবার অনুশীলন ক্যাম্পগুলো পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ্যাথলেটিক্স, জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ভারোত্তোলন, কারাতে ও তায়কোয়ান্দো, বক্সিং স্টেডিয়ামে বক্সিং ও কাবাডি স্টেডিয়ামে কাবাডি ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং অনুশীলনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন।

আগামী ১২ নভেম্বর থেকে চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম এশিয়ান গেমস। এ আসরে বাংলাদেশের ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, কারাতে, তায়কোয়ান্দো, বক্সিং, কাবাডি, আরচারি, শ্যুটিং, সাঁতার, ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, উশু, দাবা ও বিলিয়ার্ডসহ ১৬টি ডিসিপ্লিনে অংশ গ্রহণ করবেন। এ উপলক্ষ্যে  আগস্ট থেকেই ক্রীড়াবিদরা প্রস্তুতি ক্যাম্পে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।