ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হাসির অনুপ্রেরণা শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
হাসির অনুপ্রেরণা শচীন

মেলবোর্ন: বিশ্বের তাবত ক্রিকেটারের কাছেই অনুকরণীয় ব্যক্তিত্ব ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। অসি ব্যাটসম্যান মাইকেল হাসির কাছে ৩৭ বছর বয়সী শচীন হলেন আদর্শ।

কারণ ক্রিকেটে বয়স যে বাঁধা নয় তার প্রমাণ শচীন।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে অভিষেক হওয়ার পর ২০০৯ সালটা ভালো যায়নি এই ডানহাতি ব্যাটসম্যানের। তাই ক্রিকেট বোদ্ধরা দল থেকে ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছিলো বোর্ড। কেবল দুটি শতক ছিলো তার।

কিন্তু হাল ছাড়ার পাত্র নন হাসি। বললেন, শচীনকে দেখে অনুপ্রানিত হয়েছি। এজন্য এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তা-ভাবনা করছি না।

ভারতে সফরে খুব কাছ থেকে শচীনের ষষ্ঠ দ্বিশতক ও ১৪ হাজার রানে পৌঁছানোর মুহূর্ত উপভোগ করেছেন হাসি। তিনি বললেন,“এটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। ” সফরে ২-০ তে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা,অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।