ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

রিয়াল মাদ্রিদকে রুখে দিলো মার্সিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
রিয়াল মাদ্রিদকে রুখে দিলো মার্সিয়া

মাদ্রিদ: স্পেশাল ওয়ান হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে পুঁচকে রিয়াল মার্সিয়া। মঙ্গলবার কিংস কাপের প্রথম লেগে তৃতীয় বিভাগের এই দলটি গোলশূন্য ড্র করেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটির সঙ্গে।

রিয়াল মাদ্রিদ পয়েন্ট ভাগাভাগি করলেও জয় পেয়েছে পেপ গার্দিওলার বার্সেলোনা। কাতালানরা ২-০ গোলে হারিয়েছে সুতাকে।

১৭ বারের কিংস কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১৯৯৩ সালের পর শিরোপা জেতা হয়নি। গত মৌসুমেও এই পর্বে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হেরেছিলো আলকরকনের কাছে।

নিজেদের মাঠে মার্সিয়া প্রথমার্ধে ভালোভাবেই সামাল দিয়েছে রোনালদো, হিগুয়েন আর ডি মারিয়াদের। বিরতির পরও সে ধারা অব্যাহত রাখে। ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।

দলের পারফরমেন্সে খুশি হতে পারেননি কোচ মরিনহো। বলেন,“এই জাতীয় ফল প্রত্যাশা করেনি। আমরা চাই জয়। আশা করি ফিরতি লেগে অবশ্যই জয় আসবে। ” 

কোচ ভুল বলেননি। খেলায় আধিপত্য ছিলো মাদ্রিদেরই। তবে এদিন ভাগ্যদেবী সহায় ছিলো না সফরকারীদের। ১০ মিনিটে সুযোগ নষ্ট করেন সার্জিও কেনালেস। ২০ মিনিটে ক্রসবারে লেগে ফিরে আসে এস্তেবান গ্রানেরোর শট।

তবে স্বাগতিক গোলরক্ষক দানি হার্নান্দেজ হতাশ করেছেন জায়ান্ট ফরোয়ার্ডদের। ৭০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো ও চার মিনিট পর ডি মারিয়ার জোরালো শট নিপুনভাবে তালুবন্দী করেন রিয়াল মার্সিয়ার গোলরক্ষক।

মাদ্রিদের গোল খরার দিনে ম্যাক্সওয়েল (১৬ মিনিট) ও পেদ্রোর (২৫ মিনিট) গোলে জয় পেয়েছে কিংস কাপের ২৫টি শিরোপা জেতা বার্সেলোনা।

এদিকে ইংল্যান্ডের কার্লিং কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। ওল্ড ট্রার্ফোডে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন পক্ষই। ৫৬ মিনিটে তিয়াগো বেবে এগিয়ে নেন ম্যানইউকে। গোল শোধে মরিয়া উলভারহ্যাম্পটন সমতায় ফেরে চার মিনিট পরই। গোল করেন এলকোবি।

৭০ মিনিটে ব্যবধান বাড়ান পার্ক জিং সুং। কিন্তু ছয়মিনিট পর আবারো গোল শোধ করে সফরকারীরা। শেষরক্ষা হয়নি। অন্তিম মুহূর্তে উলভারহ্যাম্পটনের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন হাভিয়ের হার্নান্দেজ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।