ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পদ হারালেন বিসিবির ১১ পরিচালক, বিপিএল শুরু ৩০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
পদ হারালেন বিসিবির ১১ পরিচালক, বিপিএল শুরু ৩০ ডিসেম্বর

৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) আসে পরিবর্তন। বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ গা-ঢাকা দেন অনেকে।

এর মধ্যে পাপনকে সরিয়ে বোর্ড সভাপতি করা হয় ফারুক আহমেদকে।

আড়ালে থাকা পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত আসছিল না এতদিন। তবে বুধবার বিসিবির বোর্ড সভায় তিনজন পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টানা তিন বা তার চেয়ে বেশি সভায় অনুপুস্থিত থাকায় পদ গেছে ১১ জনের।

সাবেক বোর্ড সভাপতি এতদিন প্রধান হিসেবে না থাকলেও পরিচালক ছিলেন। পদ হারানো বাকি ১০ জন হলেন—আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও বোর্ড সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল, ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিনটি বড় ভেন্যুতে আধুনিক জিম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবারের বোর্ড সভায়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে সভাপতি করে একটি কমিটিও করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।