ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রবিনহো, ইব্রাহিমোচিভ জেতালেন এসি মিলানকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
রবিনহো, ইব্রাহিমোচিভ জেতালেন এসি মিলানকে

রোম: সিরি ‘আ’ চ্যাম্পিয়ন ইন্টারমিলানকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে এসি মিলান। সোমবার নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

লিগ টেবিলে সবার ওপরে আছে লাজিও।

নাপোলির মাঠে ২২ মিনিটে এসি মিলানকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। ডিফেন্ডার মাসিমো ওদোর বাড়িয়ে দেওয়া বলে নিশানাভেদ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা। বিরতির ঠিক আগে মিচেল পাজিঞ্জা দ্বিতীয় হুলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় নাপোলি। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। এই গোলেরও উৎস ছিলেন মাসিমো ওদোর। ছয় মিনিট পর একটি শোধ করে স্বাগতিকরা। পরে আর গোল না হওয়ায় আট ম্যাচে ১৭ পয়েন্ট (দ্বিতীয়) নিশ্চিত করে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে লাজিও। সমান খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় রাফায়েল বেনিতেজের দল ইন্টার।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।