ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নাইজেরিয়াকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ১, ২০১০

ঢাকা: নাইজেরিয়া ফুটবল দলের ওপর সরকারী নিষেধাজ্ঞায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশটির সুশীল সমাজের মধ্যে। একদল দেখছেন মঙ্গল হিসেবে।

তবে বেশিরভাগই সরকারী সিদ্ধান্তের বিপক্ষে।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সানি টোটো বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে দুই বছরের নিষেধাজ্ঞা থাকলে দেশের ফুটবল নতুন করে গড়ে উঠবে।

তবে সাংবাদিক ওসুনাদে প্রতিবাদ জানিয়েছেন অন্যভাবে। তার মতে, সরকারের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে তারা মাথা ব্যথা হলে তা কেটে ফেলতেই আগ্রহী।

সুপার ঈগলের সাবেক গোলরক্ষক ডোসু জোসেফ বলেছেন দুই বছরের নিষেধাজ্ঞা ১৫ কোটি ফুটবল পাগল জাতিকে  খেলাটি থেকে বিস্মৃত করে দেবে।

এদিকে ফিফা জানিয়েছে নাইজেরিয়া সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্তর্জাতিক ফুটবল সংস্থাই নতুন করে ভাববে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘন্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।