ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

রোনালদোর রেকর্ডের দিকে ক্লোসার নজর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১০
রোনালদোর রেকর্ডের দিকে ক্লোসার নজর

ঢাকা: বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো ব্রাজিলের সাবেক তারকা রোনালদোর দখলে। তবে সেটি এখন হুমকির মুখে।

কারণ সেটিকে নিশানা বানিয়েছেন ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। যিনি রোনালদো থেকে মাত্র তিন গোল পেছনে।

দক্ষিণ আফ্রিকায় তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন ক্লোসা। আগের দুই বিশ্বকাপেই গোল করেছেন পাঁচটি করে। এই বিশ্বকাপে এরই মধ্যে দুইটি গোল পেয়ে গেছেন। ছুঁয়ে ফেলেছেন পেলের ১২ গোলের রেকর্ড।

জার্মানির হয়ে ৯৯ ম্যাচে ৫০ গোল করা এই ফুটবলার শনিবার আর্জেন্টিনার বিপক্ষে শততম ম্যাচে খেলতে নামবেন। নতুন মাইলফলকে পৌঁছানো কোসের লক্ষ্য, রোনালদোর করা ১৫ গোলের রেকর্ড ভাঙ্গা।

আফ্রিকা বিশ্বকাপের খেলোয়াড়দের মধ্যে একমাত্র তার পক্ষেই রোনালদোকে অতিক্রম করা সম্ভব। সেটা নিজেও জানেন এই জার্মান। তিনি বলেন,‘‘গত দুটি বিশ্বকাপেই আমি পাঁচটি করে গোল করেছি। সেই ধারা যদি এই বিশ্বকাপে ধরে রাখতে পারি তাহলে রোনালদোর রেকর্ড স্পর্শ করা সম্ভব। ’’

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা, ১ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।