ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্ব একাদশে শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
বিশ্ব একাদশে শচীন

নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা বিশ্ব একাদশে বর্তমান ক্রিকেটারের মধ্যে জায়গা পেলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। ইএসপিএন-ক্রিকনফোর সর্বকালের এই একাদশের বাকি খেলোয়াড়দের সবাই এখন সাবেক।

একাদশের চারজন অস্ট্রেলিয়ার, তিনজন ওয়েস্ট ইন্ডিজের এবং দুইজন ইংল্যান্ডের। বাকি দুইজনের একজন ভারত ও অন্য জন পাকিস্তানের।

স্কোয়াডে জায়গা হয়নি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরন, ব্যাটসম্যান ব্রায়ান লারা এবং বোলার গ্লেন ম্যাকগ্রা’র।
 
বিশ্ব একাদশ: জ্যাক হোবস, লেন হাটন, ডন ব্রাডম্যান, শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, অ্যাডম গিলক্রিস্ট, ম্যালকম মার্শাল, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও ডেনিস লিলি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।