ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

পাঁচটি করে ফেডারেশন নিয়ে আলোচনায় বসবে সার্চ কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাঁচটি করে ফেডারেশন নিয়ে আলোচনায় বসবে সার্চ কমিটি

ক্রীড়াঙ্গনে সংস্কার এবং স্বচ্ছতা আনতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। এই কমিটির কাজের দিকে সকলের নজর।

আজ প্রথম এই কমিটির সভা আয়োজতি হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা।

সার্চ কমিটির প্রাথমিক পদক্ষেপ নিয়ে ধারনা দিয়েছেন রানা। তিনি বলেন, ‘ফেডারেশন-অ্যাসোসিয়েশন (সংখ্যা) পঞ্চাশের উপর। আমরা পাঁচটি করে ফেডারেশন নিয়ে বসতে চাই। পাঁচটি-পাঁচটি করে এগিয়ে যাব। ’ 

প্রথম কোন পাঁচটি ফেডারেশন নিয়ে কাজ করবেন? এই প্রশ্নের উত্তর তিনি আপাতত দেননি। অনেক ফেডারেশনের সভাপতির খোজ নেই। আবার সাধারণ সম্পাদক পদত্যাগ বা অপসারিত। এই সকল ফেডারেশনে মূলত অনিশ্চয়তা বেশি এবং খেলাও স্থবির। ক্রীড়াঙ্গন দ্রুত সচল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সার্চ কমিটির আহ্বায়ক, ‘খুব দ্রুতই খেলাধুলা সচল হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ’ 

আজ রোববার প্রথম সভায় সার্চ কমিটির পাঁচ জনের মধ্যে সাবেক হকি খেলোয়াড় মেজর (অব) ইমরোজ আহমেদ পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন। কমিটির বাকি চার সদস্য সভা করেছেন। এই সপ্তাহে বেশ কয়েকটি সভা রয়েছে। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি হলে মিডিয়ায় অবহিত করবে সার্চ কমিটি। তারা একটি সংস্কার কাঠামো দাঁড় করাতে সক্ষম হবে বলে মনে করেন আহ্বায়ক, ‘আমরা ক্রীড়াঙ্গনের একটি কাঠামো প্রদান করব। আশা করি এটা কার্যকরি হবে। ’

এছাড়া ব্যাডমিন্টন ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন রানা। তিনি বলেন, ‘আজ আমি ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। সার্চ কমিটিতে মন্ত্রণালয় আমাকে মনোনয়ন দিয়েছে এরপর ফেডারেশনের পদে থাকা সঠিক হয় না। এজন্য পদত্যাগ করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।