ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ঢাবিতে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ঢাকা: আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

টুর্নামেন্টে ৬টি বিশ্ববিদ্যালয়ের মোট ১১টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্ররা ৬টি দলে এবং ছাত্রীরা খেলবে ৫টি দলে বিভক্ত হয়ে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: অহিদুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

২৮ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।