ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সাম্প্রাসকে ছুঁলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
সাম্প্রাসকে ছুঁলেন ফেদেরার

স্টকহোম: চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে পিট সাম্প্রাসের রেকর্ড ছুঁলেন সুইস তারকা রজার ফেদেরার। রোববার স্টকহোম টেনিস ওপেনের ফাইনালে জার্মানির ফ্লোরিয়া মায়ারকে হারিয়ে এটিপির ৬৪টি শিরোপা জিতলেন সাবেক এই বিশ্বসেরা।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ফেদেরার প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। পরের সেটে ৬-৩ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের ৪৭তম মায়ারকে। এ জয়ের মধ্যদিয়ে মৌসুমের তৃতীয় শিরোপা ঘরে তুললেন ২৯ বছর বয়সী এই তারকা।

এই মৌসুমটি ভালো যায়নি ফেদেরারের। ১৫টি ইভেন্টের মধ্যে ফাইনালে উঠেছেন কেবল সাতটিতে। হার মেনেছেন চারটিতে। এর মধ্যে গত সপ্তাহের সাংহাই ওপেনে হেরেছেন ইংল্যান্ডের টেনিস তারকা অ্যান্ডি মারের কাছে।  

পিটের রেকর্ড ছোঁয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৯ বছর বয়সী ফেদেরার বলেন,“পিট যেখানে শেষ করেছিলেন,আমি আজ সেখানেই দাড়িয়ে। এটা বিস্ময়কর। ”

বাংলাদেশ সময়: ১৯৪০ঘন্টা, অক্টোবর ২৫, ২০১০

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।