ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ফাইনালে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
ফাইনালে আবাহনী

ঢাকা: ব্রাদার্সের বিপক্ষে ঘাম ঝরানো জয় নিয়েই গ্রামীণফোন ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফেভারিট ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করলো আকাশী-নীলরা।

একমাত্র গোলটি করেন ইমতিয়াজ সুলতান জিতু।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে খেলা। পেশাদার লিগের হ্যাট্রটিক চ্যাম্পিয়ন আবাহনীর সামনে ভালো প্রতিরোধ গড়ে তোলে ব্রাদার্স। বিপদমুক্ত থেকে পাল্টা হানা দেয় প্রতিপক্ষের গোল মুখে। ১১ মিনিটে সুযোগ হাত ছাড়া করেন বিদেশি ফরোয়ার্ড বিচা রিচার্ড। আবাহনীর গোলরক্ষক জিয়াকে একা পেয়েও বল বাইরে পাঠান। চার মিনিট বাদেই আবাহনীর সুযোগ এসেছিল। উজ্জ্বলের ক্রস থেকে ফরোয়ার্ড ফ্রাঙ্কের হেডে বল ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

ব্রাদার্সের পে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ৪০ মিনিটে। ইউসুফের থ্রুতে প্রতিপরে অফসাইড ফাঁদ এড়িয়ে গোলে শট নিয়ে ছিলেন বেনটিল। বিধিবাম সাইডবারে লেগে ফিরে আসে বল। তবে ভাগ্যদেবী সহায় ছিল আবাহনীর পক্ষে। বিরতির ঠিক আগের মিনিটে বাজিমাত করেন জিতু। বাঁম প্রান্ত থেকে ফ্রাঙ্কের বাড়ানো বল প্লেসিং শটে নিশানা ভেদ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। অবশ্য আবাহনীর রক্ষণদুর্গ ভেত করা সহজ ছিলো না। উল্টো ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছিলো আকাশী-নীলদের। ৮৮ মিনিটে উজ্জ্বল গোল বঞ্চিত করেন। শেষ পর্যন্ত ১-০ তেই শেষ হয় ম্যাচ।

আবাহনীর ইরানি কোচ আলি আকবর পোরমুসলিমি এ জয়ে খুশি,‘‘ প্রথমার্ধে আমরা, দ্বিতীয়ার্ধে ওরা ভালো খেলেছে। যদিও রণভাগের কল্যাণে সমতায় ফিরতে পারেনি তারা। মূলত বিদেশি খেলোয়াড়রাই ম্যাচে দু’দলের পার্থক্য গড়ে দিয়েছেন। ’’

অন্যদিকে পরাজয়ের কারণ হিসেবে ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, প্রথমার্ধের শেষ মিনিটে রণভাগের ভুলেই গোল খেতে হয়েছে আমাদের। যা ম্যাচের ফলাফল গড়ে দিয়েছে।

এ নিয়ে প্রতিযোগিতায় ১৫ বার ফাইনাল খেলছে ঐতিহ্যবাহী দলটি। যার মধ্যে সাতবার  শিরোপা জিতেছে। তবে ২০০০ সালের পর দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে আবাহনীকে। এবারে আক্ষেপ ঘোচাতে চায় পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।
 
মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ জামাল ধানমন্ডি কাবের মধ্যকার বিজয়ী দল খেলবে ২৯ অক্টোবরের ফাইনালে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘন্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।