ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কা ছাড়তে চান বেলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
শ্রীলঙ্কা ছাড়তে চান বেলিস

সিডনি: ছুটি চান শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ ট্রেভর বেলিস। তবে এমূহুর্তেই নয়।

২০১১ সালের বিশ্বকাপের পরই পাকাপাকি সিদ্ধান্ত নিচ্ছেন এই অস্ট্রেলিয়ান।

৪৭ বছর বয়সী বেলিস এরই মধ্যে নিজের ইচ্ছার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন লঙ্কান বোর্ডের কাছে। সোমবার এমন খবরই দিয়েছে গণমাধ্যম।

এবিষয়ে বেলিস সিডনি মর্নিং হেরাল্ডকে এক সাক্ষাৎকারে বলেন,“আমি নতুন চাকরি খুঁজছি। ” কিন্তু বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে আছেন সেই কথাও স্পষ্ট করেছেন,“আসন্ন বিশ্বকাপ জয়ে ভালো সম্ভাবনা আছে দলের। এই লড়াইয়ে সামিল থাকবো আমিও। ”

পঞ্চম অস্ট্রেলিয়ান হিসেবে ২০০৭ সালের আগস্টে শ্রীলঙ্কান কোচের দায়িত্ব কাঁধে নেন বেলিস। এর আগে ছিলেন লঙ্কান বশোং™ভূত ডেভ ওয়াটমোর, ব্রুস ইয়ার্ডি, জন ডাইসন এবং টম মুডি।

তবে বেলিসের অধীনে লঙ্কানদের জয় এসেছে আধাআধি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে তৃতীয় এবং একদিনের ক্রিকেটে চতুর্থ স্থানে আছে কুমার সাঙ্গাকারার দল।

বাংলাদেশ সময়: ১৬০৫ঘন্টা,অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।