ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

আইসিসি’র সভাপতি শারদ পাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুলাই ১, ২০১০
আইসিসি’র সভাপতি শারদ পাওয়ার

সিঙ্গাপুর: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান শারদ পাওয়ার।

বৃহস্পতিবার সিঙ্গাপুরে বার্ষিক সাধারণ সভায় পাওয়ারকে দুই বছরের জন্য এই পদে মনোনীত করে আইসিসির সদস্যরা।

ডেভিট মর্গানের স্থলাভিষিক্ত হলেন তিনি। শারদ হলেন সংস্থাটির সপ্তম সভাপতি।

সভাপতি হওয়ার পর প্রতিক্রিয়ায় পাওয়ার জানান,“আইসিসির সভাপতি হিসেবে মর্গান অনেক কাজ করেছেন। সংস্থাটির উন্নয়নে তার ভূমিকা অনেক। আইসিসির নিয়ম-নীতিতেও পরিবর্তন এনেছেন মর্গান। ”

তিনি আরো বলেন,“এখন আমাদের দায়িত্ব হচ্ছে এগুলোর আরো উন্নয়ন করা। ” এসময় তিনি মর্গানের কাজকে তুলনা করেছেন ‘ইমপ্রেসিভ ইনিংস’ হিসেবে।

এর আগে ভারতের জগমোহন ডাল মিয়াও আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।