ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান গেমসের হকি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
এশিয়ান গেমসের হকি দল

ঢাকা: এশিয়ান গেমসের জন্য শনিবার ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। জার্মানিতে না গেলেও মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন মোশারফ হোসেন কুটি, ইমরান হোসেন রিয়াজ ও রফিকুল ইসলাম।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন: জাহিদ হোসেন (অধিনায়ক), রফিকুল ইসলাম, মামুনুর রহমান চয়ন (সহ-অধিনায়ক), মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, এনামুল কবির তূর্য, ইমরান আহমেদ রিয়াজ, হোসনে মোবারক সুমন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি, শেখ মোহাম্মদ নান্নু, কৃষ্ণ কুমার, পুষ্কর খিসা মিমো, মাকসুদুল আলম হাবুল ও মোশারফ হোসেন কুটি।

অতিরিক্ত হিসেবে আছেন: মোনোয়ার হোসেন রাসেল, আল মনসুর, হাসান জোবায়ের নিলয় ও আফসার উদ্দিন।

বি গ্রুপে বাংলাদেশর প্রতিপক্ষ জাপান, ভারত, পাকিস্তান ও হংকং। ১৫ নভেম্বর জাপানের বিপক্ষে, ১৭ নভেম্বর ভারত, ১৮ নভেম্বর হংকং ও ২১ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গেমসে অংশ নিতে ১০ নভেম্বর দেশ ছাড়বে জাতীয় দল।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।