ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

ঢাকা: রাজধানীর ৯টি কলেজকে নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে ১৩তম ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো।

‘এ’ গ্রুপে রয়েছে ভিকারুন
নিসা স্কুল এন্ড কলেজ, আর কে চৌধুরী ডিগ্রী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ (জুনিয়র)।

‘খ’ গ্রুপে খেলবে সিদ্বেশ্বরী গার্লস কলেজ, ইডেন মহিলা মহাবিদ্যালয় (জুনিয়র) এবং ঢাকা
ইম্পেরিয়াল কলেজ।

‘গ’ গ্রুপে রয়েছে হলিক্রস,গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ। ‘ঘ’ গ্রুপে অংশ
নেবে ইডেন মহিলা মহাবিদ্যালয় এবং মগবাজার ইস্পাহানী বালিকা বিদ্যালয় ।

টুর্নামেন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজ ও ইডেন মহিলা মহাবিদ্যালয়ের দুইটি করে দল অংশ নিচ্ছে।

২৭ অক্টোবর দুইটি সেমিফাইনাল এবং ২৮ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, অক্টোবর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।