ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সেমিফাইনালে ফেদেরার, সোদারলিংয়ের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
সেমিফাইনালে ফেদেরার, সোদারলিংয়ের বিদায়

স্টকহোম: স্টকহোম টেনিস কাপের সেমিফাইনালে উঠেছেন সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার। তবে অঘটনের শিকার হলেন র‌্যাঙ্কিংয়ের পঞ্চম সেরা রবিন সোদারলিং।

ফোরিয়ান মায়ারের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন সুইডেনের তারকা।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্বদেশী স্টানিলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে মৌসুমের ৫০তম জয় পেলেন সুইজারল্যান্ডের ফেদেরার। ১৯৯৮ সালে পিট সাম্প্রাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড স্পর্শ করলেন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

অবশ্য জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বিশ্বের দ্বিতীয় সেরাকে। প্রথম সেটেই ওয়ারিঙ্কার কাছে ২-৬ গেমে হার মানেন ২৯ বছর বয়সী ফেদেরার। অবশ্য দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে ঘুরে দাঁড়ান। শেষ সেটে ৬-২ গেমে ওয়ারিঙ্কাকে হারিয়ে নিশ্চিত করেন সেরা চারের খেলা।

এই পর্বে তিনি খেলবেন ক্রোয়েশিয়ার ইভান লুবচিচের সঙ্গে। লুবচিচ ৪-৬, ৬-২ ও ৬-৪ গেমে স্বদেশী ইভান দোদিগকে হারিয়ে সঙ্গী হয়েছেন ফেদেরারের।

এদিকে জার্মান টেনিস তারকা ফোরিয়ান মায়ার টাইব্রেকারে ৭-৬ (১০/৮) ও ৬-১ গেমে হারিয়েছেন রবিন সোদারলিংকে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘন্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।