ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

সান্ত্বনার জয় পেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুলাই ১, ২০১০
সান্ত্বনার জয় পেলো অস্ট্রেলিয়া

লন্ডন: অবশেষে সান্ত¡নার জয় পেলো অস্ট্রেলিয়া। ন্যাটওয়েস্ট একদিনের ক্রিকেট সিরিজে টানা তিন ম্যাচ হেরে জিতেছে চতুর্থ ম্যাচে।

ইংল্যান্ডকে হারিয়েছে ৭৮ রানে।

বুধবার কেনসিংটন ওভালে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে অসিরা। শেন ওয়াটসন ৪১ রানে আউট হলেও অল্পের জন্য সেঞ্চুরি পাননি অপরাজিত ব্যাটসম্যান মাইকেল কার্ক ও অধিনায়ক রিকি পন্টিং। কার্ক শেষ পর্যন্ত ব্যাট করে তুলেছেন ৯৯ রান। ১৪৪ বলের ইনিংসে ৭টি চার হাঁকিয়েছেন। পন্টিং এন্ডারসনের বলে ক্যাচ তুলেন ব্যক্তিগত ৯২ রানে।

নিজেদের মতো করে জবাবটা দিতে পারেনি স্বাগতিক ইংল্যান্ড। ওভালের বাইন্সি উইকেটে একের পর এক উইকেট হারিয়ে অল-আউট হয় ২১২ রানে। অসি পেসার রায়ান হ্যারিস ৫টি, ডগ বলিঙ্গার ও স্পিনার স্টিভেন স্মিথ ২টি করে উইকেট শিকার করে ধ্বস নামান প্রতিপক্ষ ইনিংসে। ইংলিশদের পক্ষে একমাত্র অর্ধ-শতকটি এসেছে মাইকেল ইয়ার্ডির ব্যাট থেকে। ইয়ন মর্গান ৪৭ ও এন্ড্রু স্ট্রাউস ৩৭ রান করেন।

পাঁচ ম্যাচ সিরিজে এরই মধ্যে ৩-১ এ নিশ্চিত করেছে ইংল্যান্ড। শনিবার হবে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘন্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।