ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন শচীন

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ক্যারিয়ারের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার।  

ডেইলি টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে অসি অধিনায়ক বলেন,“প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমন একটা সময় আসে, যখন সে তার সেরা খেলাটি খেলেন।

যদিও শচীন গত বছরেই নয়শো রান তুলেছেন। এরপরও সেরা খেলাটি উপহার দিতে পারছেন না লিটল মাস্টার। ”

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই টেস্টে সর্বোচ্চ ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শচীন টেন্ডুলকার। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে হাঁকিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতক ।

রিকি পন্টিংকে নিয়ে স্বদেশী সাবেক অধিনায়ক মার্ক টেলর সম্প্রতি মন্তব্য করেন, সেরা সময়টি ফুরিয়ে গেছে ৩৫ বছর বয়সী পন্টিংয়ের। এই কথার জবাব দিতে গিয়েই উদাহরণ হিসেবে তিনি টেনে আনেন শচীনের পারফরমেন্সকে।

বলেন,“হয়তো মার্কের মূল্যায়ন ঠিক। তবে এটাও ঠিক, আমি এখনই অকার্যকর হয়ে যায়নি। ”

বাংলাদেশ সময়: ১৯০০ঘন্টা, অক্টোবর ২২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।