ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ম্যানইউতেই থাকছেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
ম্যানইউতেই থাকছেন রুনি

ম্যানচেস্টার: “স্কোয়াড শক্তিশালী করুণ”-এমন আহ্বানই ম্যানচেস্টার ইউনাইটেডকে জানিয়ে ছিলেন ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। কোচ অ্যালেক্স ফার্গুসন নাকি তাতে সাড়া দেননি।

এঅবস্থায় কাব ছাড়ার কথা বিবেচনা শুরু করেন রুনি। শেষপর্যন্ত বনিবনা হওয়ায় কাবের সঙ্গে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন ২৪ বছর বসয়ী এই ফুটবলার।

শুক্রবার এক বিবৃতিতে ম্যানইউ কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের সঙ্গেই থাকছেন রুনি।

রুনি বলেন,“কাবের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ায় খুশি আমি। ম্যানেজার আর মালিক পক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ায় আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ”

রুনির এই ফিরে আসায় কোচ ফার্গুসন বলেন,“ওর জন্য কাবের দরজা সবসময়ই খোলা ছিলো। রুনি থাকতে রাজি হওয়ায় আমি খুশি। ”

বাংলাদেশ সময়: ১৮১৬ঘন্টা, অক্টোবর ২২, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।