ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

শুরু হচ্ছে অনূর্ধ্ব -১৭ দলের ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
শুরু হচ্ছে অনূর্ধ্ব -১৭ দলের ক্যাম্প

ঢাকা: নয়াদিল্লি অনুষ্ঠেয় ৫১তম সুব্রত মুখার্জী কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য শুক্রবার ২৭ সদস্যের অনূর্ধ্ব- ১৭’র প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নির্বাচিত খেলোয়াড়দের আগামী ২৫ অক্টোবর বিকেলে বাফুফে ভবনে কোচ সৈয়দ গোলাম জিলানীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

একই দিন থেকে বিকেএসপিতে ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু হবে।

২৫ নভেম্বর থেকে সুব্রত মুখার্জী কাপ প্রতিযোগিতা শুরু হবে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

ক্যাম্পের জন্য মনোনীতরা হলেন- মোহাম্মদ বোরহান, ইসহাক, রাফি রহমান, তপু বর্মন, ইয়াসিন, রায়হান, মুন্না আসাম,
রাকিন, সম্রাট, সুজয়, শাকিল, রুবেল, বাবু, ওমর, অনিক, ফজলে রাব্বি, সোহেল রানা, রাসেল, ওমর ফারুক বাবু, সজিব , অনিক বর্মন, সিফাত, নাসির, মালেক, রুবেল, মাসুদ রানা ও রাব্বি।

বাংলাদেশ সময: ১৮২৩ ঘন্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।