ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

কোচ-অধিনায়কের পছন্দ শোয়েব, নির্বাচকদের ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
কোচ-অধিনায়কের পছন্দ শোয়েব, নির্বাচকদের ইউনুস

করাচি: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্বাচকরা দলে ফেরালেন সাবেক অধিনায়ক ইউনুস খানকে। অথচ পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনুস ও অধিনায়ক শহীদ আফ্রিদি স্কোয়াডে চেয়েছিলেন অল-রাউন্ডার শোয়েব মালিককে।

চোটের কারণে মোহাম্মদ ইউসুফ খেলতে পারবেন না আগামী সেপ্টেম্বরে শুরু হওয়া দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজে কোচ ও অধিনায়ক ইউসুফের বদলে বোর্ড ও নির্বাচকদের মালিককে দলে রাখার জন্য আহ্বান জানান।

তাদের আহ্বানে সাড়া না দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও জাতীয় নির্বাচকরা আস্থা রেখেছেন টেস্ট স্পেশালিস্ট ইউনুস খানের ওপর।

প্রোটিয়াসদের সঙ্গে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। ওয়ানডে ম্যাচের মাধ্যমে নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিতে পারলেই ইউনুস জায়গা পাবেন টেস্ট দলে। কারণ এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

পাক দলের প্রধান নির্বাচক মোহসিন খানের মতে, ইউনুসকে দলে নেওয়া হয়েছে কেবল ওয়ানডে সিরিজের জন্য।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘন্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad