ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

উরুগুয়েকে সোনালী অতীতের হাতছানি

চঞ্চল ঘোষ, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জুলাই ১, ২০১০
উরুগুয়েকে সোনালী অতীতের হাতছানি

ঢাকা: আফ্রিকার প্রতিনিধি ঘানা বিশ্বকাপে দ্বিতীয়বার এসেই বাজিমাত করেছে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।

শুক্রবার শীর্ষ আটের খেলায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হচ্ছে এই কৃষ্ণ তারকারা।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে নকআউট খেলেছিলো ঘানা। শীর্ষ ১৬’তে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছিলো। সে গন্ডি পেরিয়ে এসেছে। স্বপ্ন দেখছে অনন্য উচ্চতায় পৌঁছানোর।

‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে উঠে ঘানা। নকআউটে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এর আগে ১৯৯০ সালে ক্যামেরুন ও ২০০২ সালে সেনেগাল উঠেছিলো শীর্ষ আটে।
 
আসামোয়া গায়ান ও কেভিন-প্রিন্স বোয়েটেংদের হাত ধরে কৃষ্ণ তারকারা এবার যেতে চায় সেমিফাইনালে।

চোট সমস্যা নেই ঘানার। তবে ভোগান্তি পোহাতে হচ্ছে কার্ড নিয়ে। এরপরেও একাদশে পরিবর্তন আনার ইচ্ছে নেই কোচ মিলোভান রাজেভাকের।

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের সঙ্গে কখনোই সাক্ষাৎ হয়নি ঘানার। সেদিক থেকে কিছুটা নতুন অভিজ্ঞতা হবে দল দু’টির।

১৯৩০ এবং ১৯৫০ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৭০ সালে সেমিফাইনালে খেলে লাতিন দেশটি। সর্বশেষ ১৯৯০ সালে খেলেছে দ্বিতীয় রাউন্ডে। অনেক বছর পর অতীত গৌরব ফিরিয়ে আনতে সেমিফাইনালের হাতছানি দেখছে সাবেক চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে অসাধারণ খেলেছে উরুগুয়ে। প্রথম পর্বের ধাপের পেরিয়ে নকআউটে ২-১ গোলে হারায় এশিয়ান টাইগার দক্ষিণ কোরিয়াকে।

টুর্নামেন্টে এ পর্যন্ত তিন গোল করা লুইস সুয়ারেজ আছেন আগুনে ফর্মে। এছাড়া সতীর্থ দিয়েগো ফরলানও করেছেন দুই গোল।

ভালো কিছু করার প্রত্যয় নিয়েই ঘানার মুখোমুখি হবে দল। তাই  কোচ অস্কার তাবারেজ বলেন,“এই সময়ের জন্যই দেশের ৩০ লাখ মানুষ অপেক্ষা করছে অনেক বছর ধরে। ”
 
উরুগুয়ে শিবিরে কার্ড সমস্যা নেই। কিন্তু বাম উরুতে চোট পাওয়ায় ঘানার বিপক্ষে খেলতে পারছেন না ডিফেন্ডার দিয়েগো গডিন।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে বারটায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘন্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।