ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

স্পেশাল অলিম্পিকসের জন্য জাতীয় প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

ঢাকা: স্পেশাল অলিম্পিকসের জন্য পঞ্চম জাতীয় প্রতিযোগিতা আয়োজন করছে গ্রামীণফোন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

আঞ্চলিক প্রতিযোগিতা সমূহ থেকে নির্বাচিত খেলোয়াড়রা এই প্রতিযোগিতার মাধ্যমে এথেন্সে অনুষ্ঠিতব্য স্পেশাল অলিম্পিকস ২০১১ তে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবেন।

২২ অক্টোবর থেকে সাভার বিকেএসপিতে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সাতটি বিভাগে অংশ নেবেন ৪০০ জন ক্রীড়াবিদ।

এসময় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ উদ দৌলা এবং গ্রামীণফোনের হেড অফ মার্কেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।