ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মুরালির বোলিং নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

ব্রিসবেন: শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলাকে অযৌক্তিক বলে মনে করেন দেশটির ক্রিকেট দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

অস্ট্রেলিয়ায় সফররত লঙ্কান অধিনায়ক সিডনি মর্নিং হেরাল্ডকে এক সাক্ষাৎকারে বলেন,“আমি মনে করি এ নিয়ে প্রশ্ন করা অযৌক্তিক।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি এই অফ স্পিনারের ক্যারিয়ারের সঙ্গেই জড়িয়ে আছে চাকিংয়ের অভিযোগ। অবশ্য তার অস্বাভাবিক বোলিং অ্যাকশনের জন্যই এমন ভুল করেন সবাই। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসি আম্পায়ার ড্যারেল হেয়ার প্রথম মুরালির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে ছিলেন।

অভিযোগ উঠলেও তা গৃহীত হয়নি। কারণ পরবর্তীতে মুরালির বোলিং অ্যাকশন বৈধ বলেই রায় দিয়েছে কর্তৃপক্ষ।  

সতীর্থের বিরুদ্ধে এমন অভিযোগের সমালোচনা করে সাঙ্গাকারা বলেন,“একদিনের ক্রিকেটে ৫১৫টি উইকেট পাওয়া মুরালির বোলিং নিয়ে সন্দেহ করাটা অনৈতিক। ”

সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২১০১ঘন্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।