ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

কোরিয়া কাপ তায়কোয়ান্দো বৃহস্পতিবার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

ঢাকা: দক্ষিণ কোরিয়া দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোরিয়া কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা।

প্রতিযোগীতার বাজেট ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।

এর মধ্যে কোরিয়া দূতাবাস দিচ্ছে ২ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা। ফেডারেশন কর্মকর্তাদের অনুদান ৫০ হাজার ও বাকি টাকা ফেডারেশনের নিজস্ব উৎস থেকে খরচ করবে।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তায়কোয়ান্দো ফেডারেশন।

প্রতিযোগিতায় ২৭টি ওজন শ্রেণীতে ২৪টি দলের প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগীদের মধ্যে ২০০ জন পুরুষ ও ১৫০ জন মহিলা খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।