ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মোহামেডানের অধিনায়ক শরীফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
মোহামেডানের অধিনায়ক শরীফ

ঢাকা: এনামুল হক শরীফকে অধিনায়ক করলো ঢাকা মোহামেডান। সোমবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করে পেশাদাল লিগ রানার্সআপরা।



এবারের লিগে অন্যতম বড় দল হিসেবে বিবেচিত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকে ৯ লাখ টাকা অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত পুরনো সাদা-কালো শিবিরেই থেকে যান শরীফ। দলও তাকে পুরস্কৃত করেছে অধিনায়কত্ব দিয়ে। শরিফের সহকারী হিসেবে মনোনীত করা হয়েছে অভিজ্ঞ হাসান আল মামুনকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাবের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকুর রহমান, ফুটবল কমিটির সদস্য কামরুন নাহার ডানা, ফুটবল কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ছাঈদ হাছান কানন, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, সাবেক ফুটবলার নকীব ও জুয়েল রানা।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।