ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নতুন গিলক্রিস্ট হতে চান ওয়ার্নার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
নতুন গিলক্রিস্ট হতে চান ওয়ার্নার

অ্যাডিলেইড: অ্যাডাম গিলক্রিস্টের আসনে নিজেকে বসাতে চান অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।  

২৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডে দলে অপরিহার্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা পেতে চান।

এরই মধ্যে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে।

বিশ্বকাপ দলে জায়গা পোক্ত করতে হলে এই সিরিজে ভাল পারফরমেন্সের বিকল্প নেই ওয়ার্নারের। কারণ উপমহাদেশেই হবে ২০১১ সারের ক্রিকেট বিশ্বকাপ।

তবে টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর এই ক্রিকেটার। এরই টি-টোয়েন্টির জন্য অসি দলের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন তিনি। অবশ্য ওয়ানডেতে দেশের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ।

দলের সঙ্গে ভারতে অবস্থান করা ওয়ার্নার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,‘‘আমি গিলক্রিস্টের ভূমিকা পালন করতে চাই। আমি ব্যাটিংয়ে সবসময়েই তাকে অনুকরণ করার চেষ্টা করি। তিনি ছিলেন আগ্রাসী ব্যাটসম্যান। হয়তো প্রতি পাঁচ ইনিংসের একটিতে জ্বলে উঠেছেন। কিন্তু একাই ম্যাচের গতি ঘুরিয়ে দিতেন তিনি। ”

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।