ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

রাইফেল দিচ্ছে শূটিং ফেডারেশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

ঢাকা: প্রতিভার অন্বেষণে কাবগুলোকে রাইফেল দেবে জাতীয় শ্যুটিং ফেডাশেন। এজন্য কাবগুলোকে কোন অর্থ গুণতে হবে না।



ফেডারেশনের তালিকাভুক্ত ৬০টি কাব তুরস্ক থেকে আনা ১২০টি পয়েন্ট ওয়ান সেভেন সেভেন (.১৭৭) রাইফেল বুধবার দেওয়া হবে। এবিষয়ে সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু বাংলানিউজকে সোমবার জানান, কাব কার্যক্রমকে গতি আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাবগুলোর কাছে রাইফেল হস্তান্তর করবেন ফেডারেশন সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদদীন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘন্টা, অক্টোবর ১৮, ২০১০

এএইচবি/এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।