ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে পরিত্যাক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

করাচি: শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে পরিত্যাক্ত ঘোষনা করা হলো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে।

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় দেরিতে শুরু হয় খেলা।

কয়েক দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় মাঠে পানি জমে যায়। আপ্রাণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগি করা সম্ভব হচ্ছিলো না। তার ওপর রোববারের আরেক পশলা বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে হয় আম্পায়ারদের।

সবকিছু ঠিক থাকলে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২০ অক্টোবর বিশাখাপত্তন এবং ২৪ অক্টোবর গোয়াতে।

এর আগে টেস্টে স্বাগতিকদের কাছে ২-০ তে হেরে চাপের মধ্যে আছে সফরকারী অস্ট্রেলিয়া। ওয়ানডে ম্যাচে তার শোধ নিতে মুখিয়ে আছে অসিরা।

বাংলাদেশ সময়: ১৯৪২ঘন্টা, অক্টোবর ১৭, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।