ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

মোস্তফা কামাল এসিসি সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১০
মোস্তফা কামাল এসিসি সভাপতি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২১তম সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



মুস্তফা কামাল দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাটের স্থলাভিষিক্ত হলেন তিনি।

সভাপতি মনোনীত হওয়ার পর মোস্তাফা কামাল বলেন,“আমি মনে করি বাংলাদেশের জন্য এটা বিরাট সম্মানের। আমাকে সমর্থন দেওয়ায় এসিসির সকল সদস্যের কাছে কৃতজ্ঞ। আশা করি এশিয়ার ক্রিকেট আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা পাবো। ”

এর আগে আরো দু’জন বাংলাদেশি এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ থেকে ৯১ সালে পর্যন্ত বিসিবির সাবেক সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত মোহাম্মদ আলী আসগর লবী।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা, ৩০ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad