ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সাজঘরে উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
সাজঘরে উৎসব

ঢাকা: উচ্চৈ:স্বরে গাও। হচ্ছে না জোরে লাগাও।

কোরাস গাইলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবাই কণ্ঠ মেলালেন ‘আমরা করবো জয়...। বাংলাদেশের সাজঘরের এই থিম সং খালি গলায় গাওয়া হয়। কন্ঠে আবেগ থাকে। নিউজিল্যান্ডকে ধবল ধোলাইয়ের পর হৃদয় দিয়ে গাইলেন সাকিব, মুশফিক ও রুবেলরা।

বাঁধভাঙ্গা আনন্দে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেছেন। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কোচরা। খেলোয়াড়রা জানিয়েছেন কোচদের। আবেগঘন মুহূর্তের অংশিদার হতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) খেলা শেষে সোজা সাজঘরে চলে যান। অভিনন্দন জানান ক্রিকেট দলের সবাইকে। সত্যিই বাহবা পাওয়ার মতো কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

খেলা পরবর্তী সাজঘরের পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্পিনার আব্দুর রাজ্জাক,“এমন অনুভূতি আগে কখনো হয়নি। অন্যরকম এক পরিবেশ। নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে হোয়াইট ওয়াশ করেছি, বিশ্বাস করতে পারছিলাম না। ”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বিজয়ের অংশিদার ছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পঞ্চম ওয়ানডে জয়ের পর সাজঘর নিয়ে বলছিলেন,“২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকেও হোয়াইট ওয়াশ করেছিলাম আমরা। দেশের বাইরে সেবার এতটা আনন্দ হয়নি। অসাধারণ এক অনুভূতি খেলে যাচ্ছিলো আমাদের মনে। ”

অনাগত ভবিষ্যতেও সাজঘরটা যেন উজ্জীবিত থাকে সেই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটারদের। হোটেলে ফেরার বাস ধরার আগে সবার কন্ঠে শোনা গেলো একই সুর।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।