ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্যাটিংয়ে আগের বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
ব্যাটিংয়ে আগের বাংলাদেশ

ঢাকা: শেষটা এলো মেলো হয়ে যাচ্ছে। টানা তিন ম্যাচ জয়ের পর পঞ্চম ওয়ানডেতে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বোলিং তোপের মুখে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে গেছে ১৭৪ রানে।

আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যথাযথ প্রমাণ করতে পারলেন না সাকিব আল হাসান। বরং শুরু থেকে উইকেট হারিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতেও ব্যর্থ হয়ছেন।

স্লো উইকেটে একজনও বড় ইনিংস খেলতে পারেননি। নির্ভরতার প্রতীক হয়ে ওঠা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিবও অল্প রানে বিদায় নিয়েছেন। এমনকি জুটিতেও বড় স্কোর আসেনি।

বাংলাদেশ: ১৭৪ (৪৪.২ ওভার)
ইমরুল কায়েস ৩৪ (৫০), শাহরিয়ার নাফিস ১১ (১৩), জুনায়েদ সিদ্দিক ১০ (১০), রকিবুল হাসান ৬ (২২), সাকিব আল হাসান ৩৬ (৪৭), মুশফিকুর রহিম ২৯ (৪১), মাহমুদউল্লাহ ১৯ (৪১), সোহরাওয়ার্দী শুভ ৩ (১৭), আব্দুর রাজ্জাক ২ (৪), রুবেল হোসেন ২ (৭), শফিউল ইসলাম ৫ (১৪)

কাইল মিলস ৩/৩৬, ড্যানিয়েল ভেট্টোরি ৩/৩২, অ্যান্ডি ম্যাকাই ২/৩৪, গ্রান্ট এলিয়ট ২/৮

বাংলাদেশ সময়: ১৩১২ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১০


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।