ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

থাইল্যান্ডে গ্রেপ্তার এক হাজার জুয়াড়ি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুন ৩০, ২০১০
থাইল্যান্ডে গ্রেপ্তার এক হাজার জুয়াড়ি

ব্যাংকক: বিশ্বকাপ ফুটবলকে প্রাণবন্ত করে তুলতে বর্ণিল সাজে সেজেছে বিশ্ব। এই সুযোগে মানুষকে নানা প্রলোভন দেখিয়ে বোকা বানাচ্ছে জুয়াড়িরা।

বুধবার থাই পুলিশ রাজধানী ব্যাংককে এ রকম ব্যবসায় জড়িত এক হাজারেরও বেশি জুয়াড়িকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বিশ্বকাপকে ঘিরে অবৈধ জুয়ার সঙ্গে জড়িদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৫৬ জন বুকমেকারস ও এক হাজার ১৫৬ জুয়াড়ি ধরা পড়ে। তাদের কাছ থেকে নগদ ৩৪ লাখ থাই বাথ উদ্ধার করা হয়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জনকে এক থেকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাননি দেশটির আদালত।

এমনিতেই দেশটির আইনে জুয়া অবৈধ। জুয়ার সঙ্গে জুড়িতদের শাস্তির বিধানও রাখা হয়েছে কমপক্ষে ১,০০০ থাই বাথ জরিমানা অথবা এক বছরের জেল। তার পরেও দেশটিতে জুয়া বেশ জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘন্টা, ৩০ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।