ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টে শীর্ষস্থান ভারতেরই প্রাপ্য: ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
টেস্টে শীর্ষস্থান ভারতেরই প্রাপ্য: ওয়ার্ন

মেলবোর্ন: খেলায় আক্রমন ও বৈচিত্র্য থাকায় সেরা টেস্ট দল হিসেবে ভারতকেই যোগ্য মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন ।

গত সপ্তাহেই বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে শিরোপা জিতে নেয় র‌্যাঙ্কিং সেরা ভারত।

যা ২২ বছরের মধ্যে অসিদের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।

হারের ফলে র‌্যাঙ্কিংয়েও অবনমন ঘটেছে দীর্ঘ সময় জুড়ে রাজত্ব করা দলটির। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে পঞ্চমস্থানে নেমে গেছে তারা।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচাইতে খারাপ অবস্থানে নেমে আসার পেছনে জেতার অদম্য আত্মবিশ্বাসের অভাবকেই দায়ী করলেন বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার। ওয়ার্ন বিশ্বাস করেন, অতি-আগ্রাসী মনোভাবের মধ্য দিয়েই রচিত হয়েছিল অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন যুগ।

অস্ট্রেলিয়ার সাবেক স্পিন তারকা বলেন,“যে কোনো মূল্যেই জয়ের সেই মন্ত্র থেকে মাঝে মাঝে সরে যাচ্ছে অসি দল। এই দূর্বলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ”

বাংলাদেশ সময়: ১৯১৫ঘন্টা, অক্টোবর ১৫, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।