ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রীতি ম্যাচে আবাহনীর জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ৭, ২০১২
প্রীতি ম্যাচে আবাহনীর জয়

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী প্রীতি ম্যাচে ৫-৩ গোলে হারিয়েছে ঢাকা ব্যাংক একাদশকে।

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের আট দলের খেলোয়াড়দের নিয়ে ঢাকা ব্যাংক মুখোমুখি হয় আকাশি-নীলদের।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২৩ মিনিটে আউদু ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার জাহিদের নিচু ক্রসে নিশানাভেদ করেন ঘানাইয়ান স্ট্রাইকার। তিন মিনিট পরেই পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-০ তে উন্নীত করে ধানমন্ডির ক্লাবটি। গোল করেন আউদু ইব্রাহিম।

বিরতির আগে একগোল শোধ দেয় ঢাকা ব্যাংক একাদশ। ৪৩ মিনিটে প্রায় ৩০ গজ দূরের শটে গোলরক্ষক জিয়াকে পরাস্ত করেন মিঠুন চৌধুরি (২-১)। ৪৭ মিনিটে ম্যাচে সমতা আনে ঢাকা ব্যাংক একাদশ। বামপ্রান্ত থেকে মিঠুন চৌধুরীর ব্যাকপাসে বামপায়ের শটে আবাহনী পোস্টে বল পাঠান শাকিল আহমেদ (২-২)।

৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় আবাহনী। জাহিদের পাসে লক্ষ্যভেদ করেন বদলী খেলোয়াড় তুয়াম ফ্রাঙ্ক (৩-২)। চার মিনিট পরেই আউদু ইব্রাহিমের ক্রসে সাখাওয়াত রনি হেডে গোল করলে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকে আবাহনী। ৮৬ মিনিটে মারুফ আহমেদের ক্রসে ডাইভিং হেডে গোল করেন ঢাকা ব্যাংক একাদশের স্ট্রাইকার আব্দুল বাতেন মজুমদার কোমল (৪-৩)। ৮৯ মিনিটে রনির দ্বিতীয় গোলের সুবাদে ৫-৩ এ জয় নিয়েই মাঠ ছাড়ে লিগ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।