ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জন্মদিনের শুভেচ্ছা আশরাফুলকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ৭, ২০১২
জন্মদিনের শুভেচ্ছা আশরাফুলকে

ঢাকা: মোহাম্মদ আশরাফুলের আজ ২৮তম জন্ম দিন। ২৯তম বছরে পা দিলেন জাতীয় দলের এই ক্রিকেটার।

বাংলানিউজের পক্ষ থেকে জাতীয় দলের এই ক্রিকেটারকে জন্ম দিনের শুভেচ্ছা।

বিশেষ দিনেও ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে আশরাফুলকে। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রধান কোচ রিচার্ড পাইবাসের থিওরি ক্লাসের পর ব্যাটে বলের অনুশীলন করেছেন।

জন্ম দিনে ঘটা করে পালন করেন না আশরাফুল। বন্ধুদের নিয়ে রাতে নৈশভোজ করবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন তিনি। জাতীয় দলের সতীর্থদের নিয়ে কেক না কাটলেও সবাই তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছে।

আশরাফুল তার ২৮ বছরের মধ্যে প্রায় একযুগ আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও বেশি। আর সব মিলিয়ে অর্ধেকেরও বেশি সময় তিনি ক্রিকেটে আছেন। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আশরাফুলের। সেই থেকে ৫৭ টেস্ট খেলে ২৪১৯ রান করেছেন। তাতে পাঁচটি শতক এবং আটটি অর্ধশতক আছে। ওয়ানডে অভিয়েক হয় ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৭১ ওয়ানডে খেলে ৩৩৯৭ রান করেছেন। শতক চারটি, অর্ধশতক ২০টি।    

বাংলাদেশ সময় ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।