ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল রোববার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১২

ঢাকা: ছয় বছর পর প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ (পুরুষ) রোববার  শুরু হচ্ছে । ওরিয়েন্ট ব্রেডের পৃষ্ঠপোষকতায় ছয়টি ক্লাব লিগেঅংশ নিচ্ছে।



প্রতিযোগিতা উপলক্ষ্যে শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুরুষ প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের বিভিন্ন তথ্য তুলে ধরেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।

কোহিনুর জানান জানান দুই লাখ ৩৪ হাজার পাঁচশ’ টাকা লিগের বাজেট্যে পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ব্রেড দিচ্ছে এক লাখ টাকা। বাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে সরবরাহ করা হবে। লিগে অংশ নেয়া দলগুলো হলো- মনসুর স্পোর্টিং ক্লাব, সতীর্থ ক্লাব, পূর্বাচল পরিষদ, যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি, প্রাইম স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ।

রোববার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ব্রেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশনের সহ-সভাপতি মাহবুবউজ্জামান বলেন, ‘আমি পৃষ্ঠপোষক হিসেবে নই, ফেডারেশনের একজন কর্মকর্তা হিসেবেই এগিয়ে এসেছি লীগ আয়োজনের জন্য। ’

সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ব্রেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবউজ্জামানসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।