ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার তামিম

ঢাকা: উইজডেন ম্যাগাজিনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার মনোনিত হয়েছেন তামিম ইকবাল। ২০১০ সালের জন্য এই পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান।


বৃহস্পতিবার উইজডেন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানায়।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিনটি নভেম্বরের সংখ্যায় তামিমকে তুলনা করা হয়েছে ভারতের ওপেনার বীরেন্দ্র শেবাগের সঙ্গে। ১৫ অক্টোবর (শুক্রবার) বাজারে আসবে নতুন সংখ্যা।

বৃটিশ এই ম্যাগাজিনের ওই লেখায় তুলে ধরা হয়েছে, ভারতের বিপক্ষে তামিমের সর্বোচ্চ ১৫১ রানের ইনিংসটি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডের শতক নিয়েও আলোচনা করা হয়েছে।

২০১০ সালে সাতটি টেস্ট খেলে তামিমের রান ৮৩৭। গড় ৫৯.৭৮ ।

বর্ষসেরার তালিকায় তামিমের পরে আছেন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান আর তৃতীয় ভারতের বীরেন্দ্র শেবাগের।

গত বছর উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছিলেন অল-রাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘন্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।