ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফুটবলে প্রযুক্তি ব্যবহারে আগ্রহী ব্ল্যাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১০

জোহানেসবার্গ: রেফারিদের ভুল সিদ্ধান্তের স্বীকার হয়ে বিশ্বকাপ থেকে ইংল্যান্ড ও মেক্সিকোর বিদায়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেপ ব্ল্যাটার। ভবিষ্যতে খেলায় ভিডিও প্রযুক্তি ব্যবহারের বিষয়কে সামনে নিয়ে এসেছেন ফিফা সভাপতি।


বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকো ও আর্জেন্টিনা ম্যাচে তেভেজের গোল এবং ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ইংলিশদের একটি গোল না দেওয়ায় রেফারিদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  


ব্ল্যাটার বলেন,“ভিডিও প্রযুক্তি ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। আগামী মাসে ওয়েলসে  ফিফার আইন প্রণয়ন প্যানেলের সভায় ভিডিও প্রযুক্তির নিয়ে আলোচনা করা হবে। ”
ব্ল্যাটার আরো জানিয়েছেন, বড় ধরনের প্রতিযোগিতা গুলোতে রেফারি ও সহকারীদের দিয়ে ম্যাচ পরিচালনার পদ্ধতি উন্নয়নের জন্য নতুন ধ্যান-ধারণা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরিচিত করতে হবে। সেই রেফারিদের মান-উন্নয়নে প্রশিক্ষণ দেবে ফিফা।    


বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, ২৯ জুন, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad