ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টে শচীনের ১৪ হাজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
টেস্টে শচীনের ১৪ হাজার

বেঙ্গালুরু: অনেক কিছুতেই প্রথম ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। টেস্টে রানের রেকর্ডে অনেক আগেই নিজের করে নিয়েছেন।

এবার প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের সিড়ি ভাঙ্গলেন লিটল মাস্টার।

রোববার চিন্নাস্বামী স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে এ রেকর্ড গড়েন তিনি।

১৭১তম টেস্টে রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ করলেন ৩৭ বছর বয়সী শচীন। ১৪ হাজার রান ছুঁতে ক্রিজে নেমে মাত্র ২৭ রানের অপেক্ষায় ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। দিনশেষে ৪৪ রানে অপরাজিত রয়েছেন।

টেস্টে ১২,১৭৮ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। তৃতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা (১১,৯৫৩)। যিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৬ সালে।

বাংলাদেশ সময়: ১৮২৬ঘন্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।