ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

বেঙ্গালুরু: ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার প্রথমদিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছে সফরকারী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৮৫/৫ (ওভার ৮৫.৫)

চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই অসি ওপেনার।

জুটি ভাঙ্গে ৯৯ রানে। ব্যক্তিগত ৪৩ রানে রাহুল দ্রাবিড়ের হাতে ধরা পড়েন সাইমন ক্যাটিচ। ৫৭ রানে সাজঘরে ফেরেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। দলের রান তখন ১১৩।

দুই ওপেনার বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন অধিনায়ক রিকি পন্টিং। সুরেশ রায়নার বলে এলবিডব্লু’র ফাঁদে পড়ার আগে ৭৭ রান করেন পন্টিং। ১২টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। অবশ্য অধিনায়কের আগে বিদায় নেন মাইকেল কার্ক (১৪) ও মাইকেল হাসি (৩৪)।

পরে আর কোন উইকেট না হারিয়ে মার্কাস নর্থের ৪৩ ও টিম পেইনের ৮ রানের কল্যাণে ২৮৫ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া।

দুটি উইকেট নেন হরভজন সিং। এছাড়া একটি করে উইকেট নেন জহির খান, প্রজ্ঞান ওঝা ও সুরেশ রায়না।

দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।