ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পট ফিক্সিংয়ের যথাযথ তদন্ত চান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
স্পট ফিক্সিংয়ের যথাযথ তদন্ত চান বাট

করাচি: স্পট ফিক্সিং ক্রিকেটের সুনাম নষ্ট করেছে এমন দাবি করে আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সভাপতি ইজাজ বাট ঘটনাটির যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে পিসিবি প্রধান বলেন,“সম্প্রতি ক্রিকেটকে ঘিরে উঠা অভিযোগ নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান দল।

এজন্য সঠিকভাবে এই অভিযোগের তদন্ত করতে হবে। ” বলেন,“সমস্যা বা গুজবের জন্য কোন দেশ নিষিদ্ধ হতে পারে না। ”

ইংল্যান্ড সফরে পাকিস্তানী ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করে বৃটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। এর ভিত্তিতে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা টেস্ট অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের ও ওয়াহাব রিয়াজকে জিজ্ঞাসাবাদ করে।

পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাময়িক বরখাস্ত করে সালমান, আসিফ ও আমেরকে। এদিকে ত্রয়ীর আপিলের পরিপ্রেক্ষিতে কাতারের দোহাতে ৩০ ও ৩১ অক্টোবর শুনানির দিনও ধার্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad