ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

দর্শকরা বিপাকে!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
দর্শকরা বিপাকে!

ঢাকা: দর্শকদের অন্ধকারেই রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের দ্বিতীয় ম্যাচের খেলা না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে কি না এবিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

 

অথবা দ্বিতীয় ম্যাচের টিকিট দিয়ে তৃতীয় ম্যাচের খেলা দেখার সুযোগের নিয়শ্চয়তাও দিতে পারছেন না বোর্ড পরিচালকরা। ট্যুর আয়োকজ কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বাংলানিউজকে জানিয়েছেন,“আমি একা কোন সিদ্ধান্ত দিতে পারবো না। তবে শুক্রবার বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ”

এদিকে প্রথম ম্যাচে সাফল্য পাওয়ায় দ্বিতীয় ম্যাচের জন্য অতিরিক্ত চার হাজার টিকিট বাজারে ছাড়ার ইচ্ছে ছিলো বিসিবির। টিকিটও ছাপানো হয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বিক্রি করা হচ্ছে না বলে জানিয়েছেন টিকিট এব সেলিং কমিটির সদস্য সচিব কাজী এনায়েতুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।